logo

মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯ | ৫ চৈত্র, ১৪২৫

header-ad

বাড়ি ঢুকে এলোপাতাড়ি গুলি, ছেলে নিহত, হাসপাতালে বাবা

নোয়াখালী প্রতিনিধি | আপডেট: ১৬ এপ্রিল ২০১৮

নোয়াখালীর হাতিয়ায় বাড়ি ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে এক শিশুকে হত্যা করা হয়েছে। নিহত শিশুর নাম নিরব উদ্দিন (১০)। এ সময় শিশুটির বাবাও গুলিবিদ্ধ হন।

গতকাল রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিরব হাতিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মিরাজ উদ্দিনের ছেলে এবং স্থানীয় রহমানিয়া ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। গুলিবিদ্ধ অবস্থায় মিরাজ উদ্দিনকে (৪৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ মিরাজ উদ্দিন জানান, গত পৌরসভা নির্বাচনে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহম্মেদের পক্ষে কাজ করেন। তখন থেকে সংসদ সদস্য আয়শা ফেরদৌসের অনুসারীদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

তিনি আরও জানান, রোববার রাত ৮টার দিকে ডালিম, জুয়েল, কাইউম, মুরাদ বেচু, মহিন ও জিন্নুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বাড়িতে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় মিরাজ ও তার ছেলে নিরব বুলেটবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর নিরবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি