logo

শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯ | ৫ মাঘ, ১৪২৫

header-ad

ডিবির সঙ্গে গোলাগুলি, নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি | আপডেট: ২১ এপ্রিল ২০১৮

ময়মনসিংহের ফুলপুরে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্য আহত হয়েছেন।

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ফুলপুর থানার শাহপুর নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহবুব আলম বলেন, ভোর সাড়ে সাড়ে ৪টার দিকে শাহপুরে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক দুষ্কৃতিকারীর মৃত্যু হয়েছে। এ সময় দুষ্কৃতিকারীদের গুলিতে আহত হন ডিবির দুই সদস্য। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি