logo

শুক্রবার, ২২ মার্চ ২০১৯ | ৭ চৈত্র, ১৪২৫

header-ad

নড়াইলে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃুত্যু

মো. ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি | আপডেট: ১৮ জুন ২০১৮

 

নড়াইলের লোহাগড়ার মধুমতি নদীতে ডুবে নাহিদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত নাহিদ জয়পুৃর গ্রামের জাহিদ শেখের ছেলে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্হানীয়রা।

জানা গেছে, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে সাইফুল মোল্লার মেয়ে কাজলী বেগম ঈদের আগের দিন বেড়াতে আসেন।

গতকাল রোববার বিকালে কাজলী বেগমসহ কয়েকজনে বাড়ির পাশের মধুমতি নদীতে গোসল করতে যান। এসময় তার সন্তান নাহিদকে নদীর পাড়ে বসিয়ে রাখেন। অসাবধানতাবশতঃ নাহিদ নদীতে পড়ে যায়। এসময় স্রোতের টানে নাহিদ ডুবে যায়।

ওই সময় স্হানীয় লোকজন খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। পরে মৃতদেহটি নদীতে ভেসে উঠলে স্হানীয় লোকজন আজ উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

ফেমাসনিউজ২৪.কম/জেডআর/এফআর