logo

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ৯ ফাল্গুন, ১৪২৫

header-ad

বাসার মেঝেতে তিন জাতের শতাধিক বিষধর সাপ

মাদারীপুর প্রতিনিধি | আপডেট: ১০ জুলাই ২০১৮

ঘরের মেঝেতে বাসা বেঁধেছিল তিন জাতের শতাধিক বিষধর সাপ। মাদারীপুরের কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের রেজাউল করিমের বাড়িতে বিষধর সাপগুলো পাওয়া যায়।

আজ মঙ্গলবার দুপুরে তার বাড়িতে তিন প্রজাতির সাপ দেখতে পায় এলাকাবাসী।

রেজাউল করিম জানান, বাসার মেঝের নিচে সাপগুলো বাসা বেঁধেছিল। আজ স্থানীয়দের সহযোগিতায় এগুলো উদ্ধার করা হয়। সাপগুলোর মধ্যে কাল জাত, খোইয়া জাত ও গোখরা।

এলাকাবাসী জানান, রেজাউলের বাড়ির আশপাশে প্রায়ই সাপের চলাচল চোখে পড়তো।
পরে এলাকার যুবকরা সাপ চলাচলের পথ পর্যবেক্ষণ করতে থাকে। তারা বুঝতে পারে যে, রেজাউলের বাড়িতেই সাপগুলো বাসা বেঁধেছে। আজ বাড়ির মেঝে খুঁড়ে সাপগুলো উদ্ধার করা হয়।
ফেমাসনিউজ২৪/প্রতিনিধি/এফএম/এমএম