logo

সোমবার, ২২ এপ্রিল ২০১৯ | ৯ বৈশাখ, ১৪২৬

header-ad

স্কুলছাত্রী ধর্ষণ, শিক্ষার্থীদের মানববন্ধন

এসকে এমডি ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি | আপডেট: ১৩ আগস্ট ২০১৮

নড়াইলের লোহাগড়ায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ আগস্ট) দুপুরে লোহাগড়ার কেমঙ্গলহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে তিন শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে ।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক তসলিম হোসেন, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহমান, ইউপি সদস্য আকবর হোসেন লিপন, তুষার কাজী, শিক্ষক আতাউর রহমান, ফিরোজা খানম, শিলা রায়, সানজিদা খানম, নাসরিন খানম, শিক্ষার্থী মিম খানম প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলহাটা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী(১১) গত ৫ আগস্ট স্কুল টিফিনের সময়ে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কামরুজ্জামানের দোকানে খাবার কিনতে যায়। তখন ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে দোকানের ভিতর স্টোর রুমে নিয়ে কামরুজ্জামান ধর্ষণ করেন। কামরুজ্জামান মঙ্গলহাটা গ্রামের মৃত্যু ফহম মোল্যার ছেলে। এ ঘটনায় ১০ আগষ্ট ধর্ষিতার পিতা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৫। অভিযুক্ত কামরুজ্জামান পলাতক থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বলেন, কামরুজ্জামান বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেমাসনিউজ২৪.কম/কেআর/এস