logo

সোমবার, ২২ এপ্রিল ২০১৯ | ৯ বৈশাখ, ১৪২৬

header-ad

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ১৬ আগস্ট ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গোমতী সেতুর টোলপ্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ঢাকা-কুমিল্লার দুই ঘণ্টার রাস্তার যাতায়াতে সময় লাগছে ৬-৭ ঘণ্টা।

আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দীর্ঘ যানজট দেখা যায়। গত মঙ্গলবার ভোর থেকে এ যানজট শুরু হয়। টানা তিন দিনের যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীসাধারণ।

দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, ট্রাফিক সপ্তাহে মামলার ভয়ে ফিটনেসবিহীন গাড়িগুলো সড়কে নামানো হয়নি। ওই সব গাড়ি এখন নেমেছে। এ ছাড়া কোরবানির গরুবাহী গাড়ির চাপও বেড়েছে।

তিনি আরও জানান, অন্যদিকে ঈদের ৩ দিন আগে থেকে সড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। তাই মহাসড়কে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি