logo

বুধবার, ১৯ জুন ২০১৯ | ৫ আষাঢ়, ১৪২৬

header-ad

সড়কে রংপুর এলজিইডির প্রকৌশলী নিহত

রংপুর ব্যুরো  | আপডেট: ১১ অক্টোবর ২০১৮

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে জিপ গাড়ির ধাক্কা লেগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেন (৫৯) নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও একজন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে উচিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন নওগাঁর রানিনগর উপজেলার রাতোয়াল গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে।

দিনাজপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ মুসা জানান, দিনাজপুরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিতে জিপ গাড়িতে দিনাজপুর আসছিলেন প্রকৌশলী আফজাল হোসেন। পথে উচিতপুর নামক স্থানে আফজাল হোসেনকে বহনকারী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আফজার ও তার জিপচালকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি