logo

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৯ | ১১ মাঘ, ১৪২৫

header-ad

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮

কুষ্টিয়ার মিরপুরে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিনজান (৩০) নামের ট্রলি চালক আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর তালতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গোরস্থানপাড়া এলাকার জিন্নাত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, স্যালো ইঞ্জিন চালিত ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে ওই স্থানে উল্টে গেলে ট্রলিতে থাকা সাদ্দাম হোসেন ট্রলির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথে মৃত ঘোষনা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেমাসনিউজ২৪/কেআর/এস