logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ১২ বৈশাখ, ১৪২৬

header-ad

মাদারীপুরে নিরাপদ সড়কের দাবিতে সভা ও র‌্যালি

মহিবুল আহসান লিমন, মাদারীপুর প্রতিনিধি | আপডেট: ২২ অক্টোবর ২০১৮

‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই শ্লোগান কে সামনে রেখে আজ মাদারীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল হক পাটোয়ারির সভাপতিত্বে আয়োজিত সভায় পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সিভিল সার্জন ফরিদ হোসেন মিয়া, বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান কালু খান, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, প্রস্তাবিত নিরাপদ সড়ক চাই কমিটির আহ্বায়ক মাহবুবর রহমান বাদল, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক মহিবুল আহসান লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময়েরকালে বাস মালিক সমিতির সম্পাদক মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় শুধু চালকদের দোষি সাব্যস্ত করলেই কি সব সমাধান হয়ে যাবে। বাংলাদেশে যেভাবে জনসংখ্যা বাড়ছে ঠিক তেমন করে বাড়ছে যানবাহন। তবে সবচাইতে সড়ক দুর্ঘটনা হওয়ার কারণ হচ্ছে কিছু কছু যানবাহন, যেমন ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান, নসিমন ইত্যাদি। যাহার কোনো রোড পারমিট বা লাইসেন্স নাই। সরকার এইসব যানবাহন কেন তুলে নেন না। অযথাই বাস চালকদের দোষ দিয়ে একটি নতুন আইন তৈরি করেছে, যাহা ভিত্তিহীন। আমরা এই আইনের তীব্র নিন্দা জানাই।

এর আগে মাদারীপুর শহরের ট্রাক স্ট্যান্ড থেকে র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসকের র‌্যালিতে সর্বস্থরের জনগণ অংশগ্রহণ করেন। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

ফেমাসনিউজ২৪/ কেআর/ এস