logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ১২ বৈশাখ, ১৪২৬

header-ad

দেশের জন্য সেনাবাহিনী ত্যাগ স্বীকার করতে প্রস্তুত : সেনাপ্রধান

চট্টগ্রাম প্রতিনিধি | আপডেট: ০৮ নভেম্বর ২০১৮

জাতির যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সেনা সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

তিনি বলেন, এরই মধ্যে সেনাবাহিনী জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সেনানিবাসে ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জেনারেল আজিজ আহমেদ বলেন, সরকারের রুপকল্প-২০২১ এবং ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলছে। এজন্য অত্যাধুনিক অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম শিগগিরই কেনা হবে।

এদিকে আইএসপিআরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) লেঃ জেনারেল মো. নাজিম উদ্দীন, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমান এবং পাপা টাইগার, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম।

 


ফেমাসনিউজ২৪/প্রতিনিধি/এফএম/এমএম