logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ | ৬ বৈশাখ, ১৪২৬

header-ad

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া: | আপডেট: ০৯ নভেম্বর ২০১৮

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মজনু (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের নওদা শামুখিয়া গ্রামের বাসিন্দা।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে ব্যবসায়ী মজনু গরু বোঝাই নসিমন চালিয়ে কুষ্টিয়া অভিমুখে আসছিলেন। এ সময় ঈশ্বরদীগামী একটি ট্রাক নসিমনটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেমসানিউজ২৪/ কেআর/ এস