logo

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ | ১৮ অগ্রহায়ণ, ১৪২৮

header-ad

তন্তরে দুস্থদের মাঝে চাল বিতরণ

হাবিবুর রহমান বাবু | আপডেট: ০৪ এপ্রিল ২০২০

তন্তর ইউনিয়নে দুস্থদের মাঝে চাল বিতরণ করছেন শেখ মাহমুদ ইউসুফ সাগর
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। নিজ উদ্যোগে এই ওয়ার্ডের কাননিশার, তন্তর ও বালিটা গ্রামের প্রায় ২২০টি পরিবারের হাতে চাল তুলে দেন তন্তর গ্রামের শেখ আব্দুল জলিল এর ছেলে শেখ মাহমুদ ইউসুফ সাগর।

চাল বিতরণের পাশাপাশি গ্রামবাসীকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে সচেতন হওয়ার ও ঘরে থাকার পরামর্শ দেন তিনি।

এ প্রসঙ্গে মাহমুদ ইউসুফ সাগর বলেন, আমি সপরিবারে ঢাকায় বসবাস করি,কিন্তু ছোটবেলা থেকেই আমি আমার গ্রামের মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আজ দেশের এই ক্রান্তিলগ্নে আমি আমার গ্রামের নিম্ন আয়ের প্রতিবেশীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং সব সময় আমি আমার গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই এবং থাকবো ইনশাআল্লাহ।

দেশের বৃত্তবানদের যার যার এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তন্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী আকবর, শেখ আব্দুল জলিল সহ গ্রামের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন এ চাল বিতরণ অনুষ্ঠানে।