logo

সোমবার, ২৩ জুলাই ২০১৮ | ৮ শ্রাবণ, ১৪২৫

header-ad

দক্ষিণ এশিয়ায় প্রথম ৫জি নিয়ে আসছে পাকিস্তান

বাকি বিল্লাহ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭

দক্ষিণ এশিয়ায় পাকিস্তান সর্বপ্রথম ৫জি ইন্টারনেট সেবা নিয়ে আসছে। পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)-এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আল আরাবিয়া

স্থানীয় পত্রিকায় বলা হয়েছে, ডিজিটাল দেশ গড়ার প্রতিযোগিতায় পকিস্তান প্রতিবেশি দেশ ভারতকে পিছনে ফেলে সামনে থাকতে চায়। কেননা ভারতও চাচ্ছে যে কত দ্রুত তার দেশের নাগরিককে এই দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়া যায়।

ওই বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের মধ্যে পাকিস্তান ৫জি প্রযুক্তি সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে এবং তারা ইতিমধ্যে ৫জি সেলুলার সংযোগ পরিক্ষামূলক চালু করছে।

দেশের মোট জনসংখ্যার ৮৭ শতাংশেরও বেশি লোক সেলুলার মোবাইল নেটওয়ার্ক সেবা পাচ্ছে, যাদের ৭০ শতাংশ ৩জি ও ৩০ শতাংশ ৪জি সেবা নিচ্ছে।

গণমাধ্যমে বলা হয়েছে, সরকারের মন্ত্রীসভা ৫জি প্রযুক্তি সেবার অনুমোদন দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিভিন্ন ল্যাবে সঙ্গে যোগাযোগ করছে এবং ৫জি আসা মাত্রই তারা যাতে ব্যবহার করতে পারে সে সংক্রান্ত সকল প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ইন্টারনেট ও সম্প্রচার সার্ভিস সেবা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে কাজ করছে পিটিএ।

ফেমাসনিউজ২৪/আরআর/আরইউ