logo

মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮ | ১ কার্তিক, ১৪২৫

header-ad

হোয়াটসঅ্যাপে আবারও নতুন ফিচার  

প্রযুক্তি ডেস্ক | আপডেট: ১২ মে ২০১৮

একের পর এক নতুন ফিচার এনে চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম প্রতষ্ঠিান হোয়াটসঅ্যাপ।

কখনো ভয়েস রেকর্ডিং, কখনো আবার নম্বর বদলে ফেলার সুবিধা। টাকা পাঠানোর মতো পরিষেবাও শুরু করেছে এই মেসেজিং অ্যাপ।

জানা যায়, ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ’ ফিচারে এতদিন গ্রুপ মেম্বাররাই কমেন্ট করার সুযোগ পেতেন। এবার যোগ হচ্ছে ‘রেস্ট্রিক্ট গ্রুপ’, অ্যান্ড্রয়েড ও উইনডোজ ফোনের জন্য। এর ফলে কেবল গ্রুপ অ্যাডমিনই মেসেজ লিখতে পারবেন। অন্য মেম্বাররা শুধু তা পড়তে পারবেন। এমনকি কোনো ছবি, ভিডিও, ভয়েস মেসেজ, জিফ, ডকুমেন্টও তারা গ্রুপে পোস্ট করতে পারবেন না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়।

প্রসঙ্গত, এ ফিচারটি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েট ভারসন ২.১৮.১৩২ বা তার ওপরের ভারসনেই কাজ করবে।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি