logo

সোমবার, ২৫ মে ২০২০ | ১১ জ্যৈষ্ঠ, ১৪২৭

header-ad

অনলাইনেই জেনে নিন ভোটকেন্দ্র-নম্বর

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮

রোববার অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তার নম্বর ও ভোটকেন্দ্রসহ প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন অনলাইনেই।

সেজন্য প্রবেশ করতে হবে https://services.nidw.gov.bd/voter_center ঠিকানায়। এখানে নির্ধারিত স্থানে প্রথমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর দিতে হবে। এনআইডি নম্বর না থাকলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর দিতে হবে। এরপর জন্ম তারিখ লিখে ক্যাপচায় দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যাগুলো দিতে হবে। এরপর ‘ভোটার তথ্য দেখুন’ ট্যাবে ক্লিক করলেই আসবে প্রয়োজনীয় সব তথ্য।

এদিকে, ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য এসএমএস সার্ভিসও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেজন্য যে কোনো মোবাইল অপারেটরের সিম থেকে মেসেজ অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।

এক্ষেত্রে এনআইডি নম্বরের স্থানে স্মার্টকার্ডের ১০ ডিজিট বা ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখতে হবে। কারও এনআইডিতে ১৩ ডিজিট থাকলে এসএমএস করার সময় ওই এনআইডি নম্বরের আগে তার জন্মসাল যোগ করে ১৭ ডিজিট লিখতে হবে। যেমন- PC xxxxxxxxxx/xxxxxxxxxxxxxxxxx লিখে সেন্ড করতে হবে 105 নম্বরে।

ফেমাসনিউজ২৪/ এসএ/ কেআর