logo

সোমবার, ২৫ মার্চ ২০১৯ | ১১ চৈত্র, ১৪২৫

header-ad

মন ভালো রাখুন সবসময়

লাইফস্টাইল ডেস্ক | আপডেট: ১২ মে ২০১৮

প্রতিযোগিতার দৌড়ে কাজের কেনো শেষ নেই। এতে দেখা দিচ্ছে স্ট্রেস, মানসিক অবসাদ। কিন্তু ভালো তো থাকতেই হবে।

এক্ষেত্রে সহজ কয়েকটি উপায় মেনে চললেই মানসিক প্রশান্তি মিলতে পারে অনায়াসে।

১. নিজের মনে ইচ্ছেকে কখনো মনে চেপে রাখবেন না। মন যা চায় তাই করুন, দেখবেন তাতে আপনার আত্মবিশ্বাস অনেকটা বাড়বে।

২. মন ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত ঘুম একান্ত দরকার। খাবারের সময় বদল করবেন না। আর প্রতিদন অন্তত আট ঘণ্টা ঘুম খুবই জরুরি। ঘুম আর খাওয়া ঠিক থাকলে মন এমনিতেই ভালো থাকবে।

৩. হাসি সবচেয়ে উল্লেখযোগ্য উপায়। তাই প্রাণ খুলে হাসুন। হাসি মস্তিষ্কে এন্ডরফিনের মাত্রা বাড়ায় যা মানসিক শান্তি প্রদান করে।

৪. নিজের ভাবনা চিন্তাকে আগে আপনাকে নিজেকেই সম্মান জানাতে হবে। দু নৌকায় পা রেখে চলা যায় না। তাই যা করবেন মনে মনে স্থির করে নিন।

৫. ভালো চাকরি সবাই চান। তবে কাজের মজা না থাকলে পয়সা হয়তো আয় করবেন ঠিকই; কিন্তু মন ভালো হবে না। তাই নিজের কাজ এবং কাজের জায়গাকে উপভোগ করুন। এতে কাজ করার ইচ্ছেও যেমন বাড়বে তেমনই মনও ভালো থাকবে।


ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি