logo

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ | ১৮ অগ্রহায়ণ, ১৪২৮

header-ad

বুকজ্বালা নিরাময়ে সহজ টোটকা

লাইফস্টাইল ডেস্ক | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯

অম্বল আর বুকজ্বালার সমস্যায় জর্জরিত! তার মানে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে। যখন স্টমাকের অ্যাসিড শরীরের উপরিভাগে ইসোফোগাস অংশে চলে আসে তখনই অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা দেখা দেয়।

সাধারণত অ্যাসিড রিফ্লাক্সের কোনও লক্ষণ চট করে দেখা যায় না। স্বাস্থ্য বিশারদ লিউক কুটিনহো অবশ্য এর হাত থেকে নিস্তারের দু'টো চটজলদি উপায় জানিয়েছেন নিজের ইনস্টাগ্রাম পোস্টে।

এর জন্য প্রয়োজন রান্নাঘরের কিছু মশলাপাতি। তাতেই অম্বল আর বুকজ্বালা একেবারে দূর হবে।

অম্বল ও বুকজ্বালা কমানোর চটজলদি উপায় :

প্রয়োজন কিছুটা জোয়ানের দানা, মৌরির দানা এবং খানিকটা উষ্ণ পানি। হজমের সহায়ক হিসেবে জোয়ান ও মৌরি দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে।

জোয়ানের মধ্য বেশ ভালো পরিমাণে থাইমল থাকে। এই থাইমলের কারণেই স্টমাক থেকে গ্যাসট্রিক রস নিঃসৃত হয়, যা হজমে সাহায্য করে। অনেক প্রজন্ম আগে থেকেই হজমের প্রযোজনে এ কারণে জোয়ান ব্যবহৃত হয়ে আসছে।

মৌরিকে চিবিয়েও খেতে পারেন আবার এক কাপ গরম পানিতে ফুটিয়ে ছেঁকেও খেতে পারেন। মৌরিতে থাকে অ্যানথোল ও ইস্ট্রোগোল, যার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে।

লিউক কুটিনহো বলছেন, মৌরি ও জোয়ান একসঙ্গে গরম পানিতে ফোটান। মিশ্রনটিকে ফুটিয়ে অর্ধেক করে ফেলুন। এবার তা ঠান্ডা করে খেলেই অম্বল ও বুকজ্বালার সমস্যা থেকে রেহাই মিলবে।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম