
জেনে নিন এই ফলের একাধিক আশ্চর্য স্বাস্থ্যগুণ সম্পর্কে:
- ভিটামিন ‘সি’ থাকায় কুল গলার ইনফেকশনজনিত অসুখ যেমন- টনসিলাইটিস, ঠোঁটের কোণে ঘা, জিহ্বাতে ঠাণ্ডাজনিত লালচে ব্রণের মতো ফুলে যাওয়া, ঠোঁটের চামড়া উঠে যাওয়া দূর করে খুব সহজে।
- টিউমার সেল, লিউকেমিয়ার বিরুদ্ধেও লড়াই করে।
- উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল যথেষ্ট উপকারি। রক্ত-শুদ্ধকারক হিসেবে এই ফলের গুরুত্ব অপরিসীম। ডায়রিয়া, ক্রমাগত মোটা হয়ে যাওয়ার হাত থেকেও রেহাই দেয়।
- হিমোগ্লোবিন ভেঙে রক্তশূন্যতা তৈরি হওয়া, এমনকি ব্রঙ্কাইটিস পর্যন্ত সারিয়ে দেয়।
- মুখে অরুচি, কুল খেয়ে মুখের স্বাদ ফেরান।
- বাড়ায় কর্মশক্তি।
- কুল শরীরে শক্তি জোগায়।
- কুল খেলে কেটে যাবে আপনার অবসাদ।
- তারুণ্য ধরে রাখতে এই ফলটির জুড়ি মেলা ভার।