logo

মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯ | ৯ মাঘ, ১৪২৫

header-ad

দৃষ্টিশক্তি নেই, তবুও বিচারকের আসনে নারী!

বিবিধ ডেস্ক | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮

দৃষ্টি শক্তি নেই, তবুও বিচারকের আসনে বসবেন তিনি। মনের দৃষ্টিতেই বিউটি কনটেস্টের বিচারকের আসনে দেখা যাবে আসলে নেমথকে। প্রতিযোগিতার নাম 'মিসেস কানাডা গ্লোব পেজেন্ট'।

আসলে নেমথের কথায়, তার কাছে যখন প্রথম প্রতিযোগিতার বিচারকের আসনে বসার প্রস্তাব এল, তখন তিনি ঠিক বুঝতে পারছিলেন না যে, ঠিক কী করা উচিত? তারপর তিনি ভাবলেন যে, সৌন্দর্য শুধু বাহ্যিক হয় না, আসল সৌন্দর্য হয় অন্তরের। আর সেভাবেই তিনি 'মিসেস কানাডা গ্লোব পেজেন্ট'কে নির্বাচিত করবেন।

'মিসেস কানাডা গ্লোব'-এর ডিরেক্টর কিম ক্যাসেল অবশ্য আসলে নেমথের ৬ নম্বর বিচারকের আসনে বসা নিয়ে ভীষণ উৎসাহী। কিমের কথায়, বিচারকের আসনে বসতে নেমথের রাজি হওয়া এটাই প্রমাণ করে যে, শারীরিক অক্ষমতার কারণে কারোর কোনও কিছু থেকে বঞ্চিত হওয়া উচিত নয়।

পাশিপাশি তিনি এও বলেন, এটা সত্যইই একটা দারুন বিষয় যে, 'মিসেস কানাডা গ্লোব পেজেন্ট' প্রতিযোগিতার বিচারক হিসেবে এমন একজনকে বেছে নেয়া হয়েছে যিনি দৃষ্টিশক্তিহীন। এতে প্রতিযোগিতায় যিনি সেরা নির্বাচিত হবেন তিনি কোনোরকম বাহ্যিক সৌন্দর্যের দ্বারা প্রভাবিত হবে না।

প্রসঙ্গত, আসলে নেমথের এ সমস্যা ছোট থেকেই এবং তা পরিবারিক সূত্রেই নেমথের মধ্যে সঞ্চারিত হয়। ধীরে ধীরে যখন তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় তখন তিনি কিশোরী। যে রোগের নাম 'ocular albinism'।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম