logo

মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮ | ৩০ শ্রাবণ, ১৪২৫

header-ad

পার্কের মালিকের ওপর ঝাপিয়ে পড়ে টেনে নিচ্ছে সিংহ!

বিবিধ ডেস্ক | আপডেট: ০৩ মে ২০১৮

দক্ষিণ আফ্রিকার একটি অভয়ারণ্যের মালিকের ওপর এক সিংহ হামলা চালিয়েছিল। পরে ওই ব্যক্তিকে বাঁচাতে সিংহটিকে গুলি করে হত্যা করা হয়। ৭১ বছর বয়সী ব্রিটিশ নাগরিক মাইক হজ ‘মারাকেলে পশু অভয়ারণ্য'র মালিক। শনিবার তিনি সাম্বা নামের ওই সিংহটি যেখানে রাখা ছিল সেখানে অন্যরকম গন্ধ পেয়ে ঢুকেছিলেন। সেই সময় সিংহটি তার ওপর হামলা চালায়।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, সিংহটি হজকে পেছন থেকে এসে টেনে ভেতরে নিয়ে যাচ্ছে। ওই দৃশ্য থেকে দর্শকদের মধ্যে একজনকে হতবম্ব হয়ে কাঁদতেও শোনা গেছে।

একপর্যায়ে গুলির শব্দ পাওয়া যায়। এরপর হজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম