logo

সোমবার, ২৭ মে ২০১৯ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪২৬

header-ad

কালো চিতাবাঘ দেখেছেন কখনো?

বিবিধ ডেস্ক | আপডেট: ২২ মে ২০১৮

বিরল প্রজাতির কালো চিতাবাঘ কেউ কখনো দেখেছেন কিনা সন্দেহ। তবে ভারতের ওড়িশার সুন্দরগড় জঙ্গলে দেখা মিলল কালো চিতাবাঘের। এ কথা জানিয়েছেন বনদপ্তরের কর্মকর্তারা।

মুখ্য বনপাল (‌বন্যপ্রাণ)‌ এইচ কে বিস্ত জানিয়েছেন, চিতাবাঘের সঙ্গে কালোচিতাকে ঘোরাফেরা করতে দেখা গেয়ে সুন্দরগড় জঙ্গলে। গোপন ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে।

সুন্দরগড় জঙ্গলে হেমগিরে গড়জনপদ সংরক্ষিত বনাঞ্চনে বসানো হয়েছিল গোপন ক্যামেরা। ওড়িশা হল নবম রাজ্য সেখানে দেখা মিলল কালোচিতার। ২০ বছর আগে ওড়িশার ফুলবনি এবং সিমলাপালে দেখা গিয়েছিল কালোচিতার।

কিন্তু সেসময় ক্যামেরা না থাকায় কোনও উপযুক্ত প্রমাণ ছিল না। ২০১৫ সালে অভয়ারণ্যে বসানো হয় ক্যামেরা। লাগাতার তার নজরদারি চলেছিল। তারপরই ২০১৮ সালে ক্যামেরায় ধরা দেয় কালোচিতা।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম