logo

মঙ্গলবার, ২১ মে ২০১৯ | ৭ জ্যৈষ্ঠ, ১৪২৬

header-ad

চলে গেলেন চ্যানেল আইয়ের প্রণব সাহা

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ০৭ জুন ২০১৮

চলে গেলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের যুগ্ম সম্পাদক প্রণব সাহা। বৃহস্পতিবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলেন, প্রণব সাহা লিভার জটিলতাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রণব সাহার জন্ম মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে। তিনি স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে গেছেন।

প্রণব সাহার মরদেহ বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচার বাসভবন থেকে নেয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ নেয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। পরে দুপুরে নেয়া হবে গড়পাড়া গ্রামে। সেখানেই তার শেষকৃত্য হবে।

প্রণব সাহার মৃত্যুতে শোক জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম