logo

সোমবার, ২২ এপ্রিল ২০১৯ | ৯ বৈশাখ, ১৪২৬

header-ad

মদ খেয়ে বিশ্বে প্রতিবছর কত লোক মারা যায়, জানেন?‌

বিবিধ ডেস্ক | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৮

‌ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে নানা রকম প্রচারণা চলে। মদ্যপান রুখতে প্রচারের ব্যাপকতাটা অনেকটাই কম। এবার সমানে এল চমকে দেয়ার মতো সমীক্ষা।

লানসেট জার্নালে প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, গোটা বিশ্বে মদ্যপানের কারণে মারা যায় ২৮ লাখ মানুষ। শুধু তাই নয়, ১৫ থেকে ৪৯ বছরের মানুষের প্রতি ১০ জনের মধ্যে একজনের মৃত্যুর কারণ অপরিমিত মদ্যপান।

১৯৯০ থেকে ২০১৬ সালের মধ্যে অ্যালকোহল ব্যবহার ও শরীরের ওপর তার কুপ্রভাব ১৯৫টি দেশে ছড়িয়ে পড়েছে। ধূমপানের মতোই মদ্যপানের ফলেও ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়।

সমীক্ষা আরও বলছে, বর্তমান বিশ্বে তিনভাগের একভাগ (৩২.৫ শতাংশ) মানুষ মদ্যপানে আসক্ত। মদ পানে ২৫ শতাংশ নারী মহিলাও রয়েছে। সবথেকে বেশি মদ্যপান করেন আমেরিকার মানুষ।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম