logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ১২ বৈশাখ, ১৪২৬

header-ad

অ্যাডিশনাল এসপি থেকে এসপি হলেন ২৩৫ জন

বিবিধ ডেস্ক | আপডেট: ০৮ নভেম্বর ২০১৮

২৩৫ জন অতিরিক্ত পুলিশ সুপারকে (অ্যাডিশনাল এসপি) পদোন্নতি দিয়ে পুলিশ সুপার (এসপি) করা হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধি শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত আলাদা দুটি (৫ জন ও ২৩০ জন) প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আদেশে প্রজ্ঞাপনের ২৩০ জনকে সুপার নিউমারির পদের বিপরীতে এসপি হিসেবে পদোন্নতি দেয়ার কথা উল্লেখ রয়েছে। একইসঙ্গে প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। যারা মিশনে বা উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে আছেন তারা দেশে ফিরলে পদোন্নতি কার্যকর হবে।

গত ৬ নভেম্বর মঙ্গলবার পৃথক এক প্রজ্ঞাপনে চারজন অতিরিক্ত আইজিপি ও ১৩ ডিআইজিকে পদোন্নতি দেয়া হয়েছে।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম