
এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে আবুল খায়েরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন মর্তুজা হায়দার লিটন ও মোয়াজ্জেম হোসেন নান্নু। সাধারণ সম্পাদক পদে দীপু সারোয়ারের প্রতিদ্বন্দ্বী ছিলেন আসাদুজ্জামান বিকু।
একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক পদে দুলাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বকুল আহমেদ, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ইমরান হোসেন সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জিএম তসলিম উদ্দিন ও কল্যাণ সম্পাদক পদে আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সভাপতি আবুল খায়ের পেয়েছেন ১৪৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মর্তুজা হায়দার ৫৬ এবং মোয়াজ্জেম হোসেন নান্নু পেয়েছেন ৩২ ভোট।
সাধারণ সম্পাদক দীপু সারওয়ার পেয়েছেন ১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিকু পেয়েছেন ৭২ ভোট।
ফেমাসনিউজ২৪/ এসএ/ কেআর