গাজীপুরের শ্রীপুর উপজেলার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৫ মার্চ তৃতীয় ধাপে এই উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগে সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ায় শ্রীপুর উপজেলার নির্বাচন স্থগিত করা হলো। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গত শনিবার আওয়ামী লীগের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময় হয়। এতে একজন নিহত হয়। পরদিন ১৪ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর সেখানে অভিযান শুরু করে র্যাব।
নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় শ্রীপুর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে।