আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চ্যানেল নাইনে আজ রাত ১০টায় প্রচার হবে বিশেষ নাটক 'মানুষের ছায়া অবলম্বনে'। এর দৃশ্যে দেখা যাবে, বুড়ো যুবককে বলছে 'ইতিহাসের ভিতর দিয়ে বেঁচে আছো, তুমি মিছিলে চলো।' 'মানুষের আদিতম ভাষার নাম কী?' নারীটিও যুবককে বলল। যুবকের নাম স্মরণ। স্মরণের উদ্দাম জীবনে হঠাত্ এই দুটি চরিত্র ঢুকে পড়লে সে অস্থির হয়ে উঠে।
অভিনয় করেছেন—তানিয়া হোসাইন, আরফান নিশো, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে।