logo

মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮ | ৩০ শ্রাবণ, ১৪২৫

header-ad

জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

রাজনীতি ডেস্ক | আপডেট: ১৫ মে ২০১৮

জরুরি বৈঠক ডেকেছে বিএনপি স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যয় ৭টায় গুলশানে স্থায়ী কমিটির জরুরি বৈঠক হবে। দলীয় মহাসচিব স্থায়ী কমিটির সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন।

শায়রুল কবির বলেন, স্থায়ী কমিটির বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় সফররত চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম