logo

বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯ | ৮ ফাল্গুন, ১৪২৫

header-ad

‘ঘোলাজলে বিএনপি-জামায়াতই ডুবে মরবে’

ইসমাইল হোসেন বাবু,কুষ্টিয়া: | আপডেট: ১০ আগস্ট ২০১৮

সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার কোনো রাজনৈতিক দলকে ফাঁসানোর চেষ্টা করে না। শিশুদের নয় দফা আন্দোলনের দাবিগুলো অক্ষরে অক্ষরে শেখ হাসিনার সরকার বাস্তবায়ন শুরু করেছে।

শুক্রবার (১০ আগস্ট) সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, শিশুদের আন্দোলন নিয়ে যারা জলঘোলা তৈরির চেষ্টা করেছে, সেই ঘোলাজলে মাছ শিকার আর হবে না। সেই ঘোলাজলে বিএনপি-জামায়াতই ডুবে মরবে।

তিনি আরো বলেন, সরকার উৎখাতের স্বপ্ন বাদ দিন। কিভাবে রাজনীতিতে টিকে থাকবেন সেই পরিকল্পনা করুন। তিনমাস পর নির্বাচন হবে, সেই নির্বাচনের চেষ্টা করেন।

এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, ভেড়ামারা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) সোহেল মারুফ, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গোলাপনগর পাগলী বেটির বাড়ীর সম্মুখের সড়ক উদ্বোধন। কুচিয়ামোড়া বাজার থেকে মরহুম আ:রাজ্জাক চেয়ারম্যানের বাড়ীর রাস্তার উদ্বোধন। ঠাকুর দৌলতপুর হতে আড়কান্দি সড়কের উদ্বোধন।

হালিমা বেগম একাডেমীর উর্দ্ধমূখী ভবন অনুমোদন পাওয়ায় শিক্ষক, কর্মচারী, গর্ভনিং বডি ও অভিভাবকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি। প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষদের সাথে ভেড়ামারা অডিটরিয়াম রুমে মতবিনিময় সভায় উপস্থিতি।

ধরমপুর ইউনিয়ন জাসদের বর্ধিত সভা ধরমপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি।ভেড়ামারা পৌর জাসদের উদ্যেগে বর্ধিত সভা উপজেলা অডিটরিয়াম রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ফেমাসনিউজ২৪.কম/কেআর/এস