logo

বুধবার, ১৯ জুন ২০১৯ | ৫ আষাঢ়, ১৪২৬

header-ad

ফেসবুক আইডি নিয়ে মির্জা ফখরুলের জিডি

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ১১ অক্টোবর ২০১৮

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নামে কোনো অ্যাকাউন্ড নেই জানিয়ে পল্টন থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার এ জিডিতে কেউ তার নামে ফেসবুক পেজ ব্যবহার করলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান মির্জা ফখরুল।

জিডিতে তিনি উল্লেখ করেন, আমার নামে কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালু করেছে। তাদের মধ্যে একটি ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর-মহাসচিব’ নামে জনৈক মহিউদ্দিন ভুইয়া, ঢাকা এই নাম পাওয়া গেছে। আমি নিজে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। এ বিষয়ে আপনাদের অবগতির জন্য আমি এই সাধারণ ডায়েরি বা জিডি করছি।

জানা গেছে, মির্জা ফখরুল জিডি করার পর পল্টন থানার ওসি এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এসআই আবদুল হান্নানকে দায়িত্ব দিয়েছেন।

ফেমাসনিউজ২৪/কেআর/এস