logo

বুধবার, ২৭ মে ২০২০ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪২৭

header-ad

আবার সিঙ্গাপুরে এরশাদ

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ১১ অক্টোবর ২০১৮

স্বাস্থ্য পরীক্ষা করাতে আবার সিঙ্গাপুর গেলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি এবং মেজর (অব.) মো. খালেদ আখতার।

এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় জানান, স্বাস্থ্য পরীক্ষা করাতে তিনদিনের জন্য হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুরে গেছেন। আগামী ১৩ অক্টোবর দেশে ফিরবেন তিনি।

গত ২৫ সেপ্টেম্বর মেডিকেল চেকআপ করাতে সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। চেকআপ শেষে গত ২৯ সেপ্টেম্বর এরশাদ দেশে ফেরেন।

এরশাদকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মশিউর রহমান রাঙ্গা, দিলারা খন্দকার, শফিকুল ইসলাম সেন্টু, হাসান সিরাজ সুজা, মাহজাবীন মোরশেদ এমপি প্রমুখ।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম