logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ১২ বৈশাখ, ১৪২৬

header-ad

'মা' বলে 'গো' বলার সুযোগ দেব না: শামীম ওসমান

জেলা প্রতিনিধি | আপডেট: ২১ অক্টোবর ২০১৮

নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সবাই এক থাকেন। যারা আমার নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে তাদের সাথে রাজনৈতিক চর্চা তো দূরের কথা, কোন আপোষ নেই। ২৭ অক্টোবর হলো ঘন্টা বাজানোর মিটিং। সেদিন 'মা' বলে 'গো' বলার সুযোগ দেব না বিএনপি-জামায়াতকে।

শনিবার সন্ধ্যায় জালকুড়িস্থ প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে (নম পার্ক) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী বিষয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ থেকে আওয়ামী লীগের জন্ম। নারায়ণগঞ্জ হলো রাজনীতির সূতিকাগার। নারায়ণগঞ্জ থেকে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। সারাদেশে তা ছড়িয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সানাউল্লাহ, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক সওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, তোলারাম কলেজে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, আতাউর রহমান নান্নু প্রমুখ।


ফেমাসনিউজ২৪/ কেআর/এস