
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটে প্রার্থীদের মনোনয়নসহ বিভিন্ন বিষয়ে খালেদা জিয়াকে অবহিত করেন বিএনপি নেতারা। এসময় ছিলেন দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দোয়া করেছেন।
১২ নভেম্বর সোমবার বিকেলে কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় এ কথা জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, অনেকদিন পর ম্যাডামের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছি। ম্যাডাম অত্যন্ত অসুস্থ, তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন। কিন্তু একপর্যায়ে তাকে জোর করে হুইল চেয়ারে করে কারাগারে আনা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। তাকে আবার হাসপাতালে ভর্তি করার জোরালো দাবি জানাচ্ছি।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম