logo

শনিবার, ২৫ মে ২০১৯ | ১১ জ্যৈষ্ঠ, ১৪২৬

header-ad

হুদা নৌকায়, মেয়ে ধানের শীষে

রাজনীতি ডেস্ক | আপডেট: ১৪ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও তার মেয়ে অন্তরা সেলিমা হুদা মনোনয়ন ফরম কিনেছেন বিএনপির। বুধবার তার পক্ষে ফরম কেনেন দোহার থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন।

ইসমাইল হোসেন বলেন, ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদা বিএনপিতেই আছেন। বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে তিনি সক্রিয়। দল মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

একই আসনে বিএনপি থেকে মনোনয়ন ফরম কিনেছেন ব্যারিস্টার নাজমুল হুদার সাবেক প্রেস সচিব তারেক হোসেন।

তিনি বলেন, আমরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘ ৩০ বছর ধরে এ দলের সঙ্গে আছি। আমার স্যার (নাজমুল হুদা) দলত্যাগ করলেও আমরা করিনি। বিএনপির সঙ্গে ছিলাম ও আছি এবং ভবিষ্যতেও থাকবো।

বিএনপির সঙ্গে টানাপোড়েন শুরু হলে ব্যারিস্টার নাজমুল হুদাকে বহিষ্কার করা হয়। বহিষ্কার আদেশের পরও বিএনপির পরিচয়েই রাজনীতিতে থাকার চেষ্টা করেন তিনি।

অবশেষে ২০১২ সালে বিএনপি থেকে পদত্যাগ করেন তিনি। এরপর বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (বিএনএ), বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) এবং সর্বশেষ নতুন দল ‘তৃণমূল বিএনপি’ গঠন করেন। সম্প্রতি এ দলটিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে নিজের দল বাদ দিয়ে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে ফরম কিনেছেন তিনি। ঢাকা-১৭ আসনের মনোনয়ন কিনেছেন সাবেক হেভিওয়েট মন্ত্রী নাজমুল হুদা। এ আসন থেকে মনোনয়ন কিনেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম