
রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বসবেন স্টিয়ারিং কমিটির সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামীম।
জানা যায়, জাতীয় সংলাপ, দেশের চলমান রাজনীতি ও নির্বাচন পরবর্তী কর্মপন্থা ঠিক করতেই বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।
বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা কামাল হোসেন।
উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাসহ স্টিয়ারিং কমিটির অন্য সদস্যরা।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম