
আজ শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো হুসেইন মুহাম্মদ এরশাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের জানাচ্ছি যে, আমার অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন পার্টির বর্তমান কো-চেয়্যারম্যান গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।’
তিনি বলেন, ‘পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই নিয়োগ প্রদান করেছেন। যা ইতোমধ্যেই কার্যকর হয়েছে।’
দলীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের মধ্যে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে পারেন এরশাদ। এর আগেও তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন।
সে সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়- এরশাদের অবর্তমানে দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি