logo

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ৮ মাঘ, ১৪২৭

header-ad

সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল, বলবেন নানা কথা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের ৮ সংসদ সদস্য (এমপি) কেন শপথ নেবেন না, তা আজকের সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করবেন বলে জানা গেছে।

রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর আগে গণফোরামের জাতীয় কাউন্সিল উপলক্ষে কেন্দ্রীয় কমিটির প্রস্তুতি সভায় অংশ নেবেন ড. কামাল হোসেন।
জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের নির্বাচিত দুজন সংসদ সদস্যের শপথ নেয়া না নেয়ার বিষয়টি সংবাদ সম্মেলনে উঠে আসবে।

এরইমধ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত ৮ জন সদস্য শপথ নেবেন না বলে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে গণফোরামের নির্বাচিত দুই সদস্য- সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

আগামী মার্চের শেষদিকে গণফোরামের পঞ্চম কাউন্সিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় স্ত্রীসহ দেশে ফেরেন আলোচিত ড. কামাল হোসেন।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি