logo

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ৮ মাঘ, ১৪২৭

header-ad

পরিষ্কার করলেন না ড. কামাল, কাল বসবে স্টিয়ারিং কমিটি

রাজনীতি ডেস্ক | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯

গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সাংসদরা শপথ নেবেন কিনা এ বিষয়ে আজ পরিষ্কার করে কিছু বলেননি ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন।

৩০ জানুয়ারি বুধবার বিকেলে দলের কাউন্সিলের প্রস্ততি সভা শেষে সাংবাদিকদের ড. কামাল হোসেন বলেন, যেকোনো পরিস্থিতিতে ঐক্যফ্রন্ট ভাঙবে না।

গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সাংসদদের শপথের বিষয়ে তিনি বলেন, সেগুলোর বিষয় এখন না, প্রেস কনফারেন্স করে পরে জানানো হবে।

জাতীয় ঐক্যফ্রন্ট থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ঐক্যফ্রন্ট ১০০ বার থাকবে। সংসদ নিয়ে এখনি প্রশ্ন তুলতে চাই না। হালকাভাবে কিছু বলবো না। সংসদে কি হচ্ছে না হচ্ছে খোঁজ-খবর রাখছি, সংসদ নিয়ে পরে মন্তব্য করব। তবে গণফোরামের এমপিদের শপথের ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি। তবে গণফোরামের সভায় যাননি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল ৩১ জানুয়ারি বৃহস্পতিবার। ওই দিন বিকেল সাড়ে ৩টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম।
ফেমাসনিউজ২৪/এফএম/এমএম