logo

শনিবার, ২৬ মে ২০১৮ | ১২ জ্যৈষ্ঠ, ১৪২৫

header-ad

রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে জাপানে মানববন্ধন

জাপান প্রতিনিধি | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে জাপানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সেখানে অবস্থানরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমানরা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে টোকিওস্থ মিয়ানমার দূতাবাসের সামনে এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার মুসলমানদের সঙ্গে বিভিন্ন দেশের মুসলমানরা এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।এ সময় মিয়ানমার সরকারের পক্ষের একটি গ্রুপ সেখানে মিয়ানমার সরকারের পক্ষে স্লোগান দিতে শুরু করলে পরিবেশ কিছুটা মারমুখী হয়ে উঠে। জাপানের আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সময় মুসল্লিরা অং সান সুচির বিরুদ্ধে এবং মিয়ানমার সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সমাবেশে অংশগ্রহণকারীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে টোকিওস্থ মিয়ানমার দূতাবাসের সামনের প্রধান গেট। মিয়ানমারের রাষ্ট্রদূতকে মানুষ হত্যা বন্ধ করার জন্য আবেদনও করা হয় সমাবেশ থেকে।

ফেমাস নিউজ২৪ডটকম/এফ/এন