logo

মঙ্গলবার, ২১ মে ২০১৯ | ৭ জ্যৈষ্ঠ, ১৪২৬

header-ad

সিঙ্গাপুর প্রবাসী বাংলাভাষীদের জন্য ঈদ বিনোদন 'চালবাজ'

জাহাঙ্গীর বাবু, সিঙ্গাপুর থেকে | আপডেট: ১৩ জুন ২০১৮

ঈদে সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে শাকিব খান এবং শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা 'চালবাজ'। শাকিব এবং শুভশ্রীর ভক্তরা সিনেমা হলে এসে হাউজফুল শো করবেন আশা ব্যাক্ত করেছে রাদুঘা প্রোডাকসন্সের অমিতাভ নাগ। ঈদের দিন ১৫ জুন ২০১৮ ইং সিনেমা প্রিয় বন্ধুরা, RX সিনেমায়, যেখানে হালাদা ছবির ফ্রি প্রদর্শনী হয়েছিলো, এপ্রিলে চলেছিল নবাব সেখানে মুক্তি পাচ্ছে, এবার চালবাজ। বাংলা ছবি জনপ্রিয় করতে গোল্ডেন মাইল টাওয়ার কমপ্লেক্সে উপভোগ করুন, বন্ধুদের সাথে।

তাই এবার আপনাদের প্রিয় অভিনেতা/অভিনেত্রীর সিনেমার সাথে মেতে উঠুন ঈদের আনন্দে, শো এর সময় সূচী -
১ম শো ১৫ জুন বিকাল ৫ টায়
২য় শো ১৬ জুন রাত ৮ টায়
৩য় শো ১৭ জুন সন্ধ্যা ৬ টায়

পরিবেশনায় রাদুগা প্রোডাকশন সিঙ্গাপুর, বুগিস এম আর টি এক্সিট ডি, কার্নিভাল সিনেমা, শো টাওয়ার, ১০০ বীচ রোড, সিঙ্গাপুর-১৮৯৭০২, অনলাইন বুকিং -https://carnivalcinems.sg, যোগাযোগ-অমিতাভ -৯০০৬৩৯০৭

ফেমাসনিউজ২৪.কম/জেডআর/এফআর