logo

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ৮ ফাল্গুন, ১৪২৫

header-ad

সৌদি গিয়ে লাশ হলেন নোয়াখালীর সেলিম

প্রবাস ডেস্ক | আপডেট: ০৩ জুলাই ২০১৮

জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়ে লাশ হলেন বাংলাদেশি জহিরুল হক সেলিম (৪০)। গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় সৌদি আরবে গাড়িচাপায় নিহত হন তিনি।

জীবিকার সন্ধানে ২০০৪ সালে চাকরি নিয়ে সৌদি আরবের দাম্মামে যান সেলিম।

নিহত সেলিম নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের জামালপুর গ্রামের ফজল হাজিবাড়ির হাজি আবদুল রশিদের ছেলে। তার মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবারের মধ্যে শুরু হয় শোকের মাতম।

নিহতের ছোট ভাই ছায়দুল হক ফরাদ জানান, তিন ভাই তিন বোনের মধ্যে সেলিম প্রথম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।

২০১৭ সালে জানুয়ারিতে ছুটিতে দেশের বাড়ি এসে আবার এপ্রিলে ফিরে যান কর্মস্থলে।

গতকাল সোমবার সকালে কাজে যোগদান করার জন্য সেলিম দাম্মামে তার বাসায় থেকে কর্মস্থল কাজ করার সময় গাড়িচাপায় আহত হন। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন বিকাল ৪টার সময় তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ সে দেশের পুলিশ হেফাজতে রয়েছে। লাশ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছে সেলিমের পরিবার।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি