logo

মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ | ৪ পৌষ, ১৪২৫

header-ad

মিরসরাই সমিতি দোহা কাতারের উদ্যোগে মেজবান ও ঈদ পূণর্মিলনী

মিরসরাই প্রতিনিধি | আপডেট: ২৩ আগস্ট ২০১৮

মিরসরাই সমিতি দোহা কাতারের উদ্যোগে মেজবান ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ আগষ্ট) কাতারস্থ ন্যাশনাল'র নিউ ওয়ে রেষ্টুরেন্টে (প্রকাশ মিরসরাই হোটেল) সমিতির সভাপতি নুরুল আবছার বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল আবছার নিসুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতির উপদেষ্টা এস এম ফরিদুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, চট্টগ্রাম সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম শাহ্, বাংলাদেশ বিমানের ষ্টেশন ম্যানেজার মোহাম্মদ ইলিয়াছ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসাইন মিন্টু মিয়া, নুরুল করিম মানিক, মোহাম্মদ মোস্তফা মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সমিতির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সাধারন সম্পাদক গোলাম মাওলা, সাংগঠনিক সম্পাদক নাজমূল করিম টিপু, অর্থ সম্পাদক নুর আলম, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আরাফাত রহমান প্রমুখ।

বক্তারা সকলেই ঈদের স্মৃতিচারণ করেন এবং একে অপরের সাথে কোলাকুলি করেন। সবাই আত্ম-মানবতার সেবায় স্ব স্ব অবস্থান থেকে মিরসরাই সমিতির পক্ষ থেকে মানবতার সেবায় ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেন। সভাশেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন ছিল। যাহা সকলের আনন্দকে আরো একধাপ এগিয়ে নিয়ে যায়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ফেমাসনিউজ২৪.কম/কেআর/এস