logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ১২ বৈশাখ, ১৪২৬

header-ad

মিসরে আন্তর্জাতিক ইয়ুথ ফোরামের সম্মেলন শুরু

ইউ.এইচ.খান | আপডেট: ০৪ নভেম্বর ২০১৮

 

মিসরের অত্যাধুনিক পর্যটন নগরী শার্ম আল শেখ এ শুরু হয়েছে আন্তর্জাতিক ফোরাম সম্মেলন। গত ৩ নভেম্বর শনিবার থেকে শুরু হওয়া সারা বিশ্ব থেকে নবীন উদ্যোক্তা ও বিভিন্ন বিষয়ের মেধাবীদের অংশগ্রহণে বিশ্ব যুব সম্প্রদায়ের এক মিলন মেলায় পরিণত হয়েছে।

২য় বারের মত এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হলো। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি তার উদ্বোধনী ভাষণে বিশ্ব শান্তির জন্য তরুণদের প্রধান ভূমিকা রাখার আহবান জানান।

৩ দিনব্যাপী ওই অনুষ্ঠানে বিশ্বের ৮০ টির অধিক দেশ থেকে ৫ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছে। সকল অংশগ্রহণকারীদের যাবতীয় খরচ মিসর সরকারের যুব উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় বহন করছে।

ইন্টারন্যাশনাল ইয়ুথ ফোরাম আন্তর্জাতিক অঙ্গণে ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বের বড় বড় সব করপোরেট প্রতিষ্ঠান এই প্রোগামের সাথে যুক্ত।

ফেমাসনিউজ২৪/ কেআর/ এস