logo

বুধবার, ১৯ জুন ২০১৯ | ৫ আষাঢ়, ১৪২৬

header-ad

কাতারে নৌকা ও ধানের শীষের মিছিল

কাতার প্রতিনিধি: | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮

কাতারে নৌকা ও ধানের শীষের পক্ষে মিছিল করেছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা।

১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবসে অনুষ্ঠান শেষে সন্ধ্যায় হঠাৎ করে নৌকা ও ধানের শীষের স্লোগান দিয়ে মিছিল বের করে তারা।

দোহার কর্নিশ, সারে আসমাক, জায়দা টাওয়ার, এশিয়ান টাউনসহ বেশ কয়েকটি স্থানে পৃথক পৃথক মিছিল করে দুই দলের সমর্থকরা।
এসব মিছিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেই সাথে ছিল প্রবাসীদের ভিন্ন ভিন্ন মিশ্র প্রতিক্রিয়া। যদিও আরব দেশগুলোতে এভাবে রাস্তায় নেমে মিছিল করার নিয়ম নেই। আর রাজনৈতিক নেতারা জানান, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে অংশ হিসেবে এটির বহির প্রকাশ।

ফেমাসনিউজ ২৪/এসএ/কেআর