logo

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ | ৮ আশ্বিন, ১৪২৭

header-ad

দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ছিন্নভিন্ন বাংলাদেশি

প্রবাস ডেস্ক | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯

দক্ষিণ আফ্রিকায় নাজমুল হুদা বিপ্লব (২৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। দেশটির জোহানেসবার্গ প্রভিন্সের সোয়েটোর এলডেরাডো পার্ক লোকেশনে স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যা ৮টার এ ঘটনা ঘটে।

জানা যায়, নাজমুল হুদা বিপ্লব এলডেরাডো পার্কের দোকানে একা ছিলেন। সন্ত্রাসীরা দোকানের ভেতর ঢুকে তাকে গুলি শুরু করে। এ সময় বিপ্লব দোকান মালিকের ঘরের দিকে ছোটেন। তাকে ধাওয়া করে দোকান মালিকের উঠানে তিন রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাজমুল হুদা বিপ্লব ফেনীর দাগনভূইয়া পৌরসভার শ্রীধর পুর গ্রামের হোসেন সারেং বাড়ির বাসিন্দা ছিলেন বলে গেছে।

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি