
জানা যায়, নাজমুল হুদা বিপ্লব এলডেরাডো পার্কের দোকানে একা ছিলেন। সন্ত্রাসীরা দোকানের ভেতর ঢুকে তাকে গুলি শুরু করে। এ সময় বিপ্লব দোকান মালিকের ঘরের দিকে ছোটেন। তাকে ধাওয়া করে দোকান মালিকের উঠানে তিন রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাজমুল হুদা বিপ্লব ফেনীর দাগনভূইয়া পৌরসভার শ্রীধর পুর গ্রামের হোসেন সারেং বাড়ির বাসিন্দা ছিলেন বলে গেছে।
ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি