logo

সৌদির সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সৌদি আরবের রিয়াদের বাবুয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক দলিলুর রহমান দুলালের (২৪)। বাংলাদেশ সময় রোববার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুলাল কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের ধনুয়াখলা গ্রামের রমিজ মিয়ার ছেলে। দুলালের নিহতের খবর জানান কালির বাজার ইউপির স্থানীয় মেম্বার তাজুল ইসলাম।

পরিবারের বরাত দিয়ে তাজুল ইসলাম জানান, দলিলুর রহমান দুলাল সৌদি আরবের রিয়াদে ব্যবসা করতেন। তিনি ভোরে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের বাবা রমিজ মিয়া জানান, ধনুয়াখোলা গ্রামের সৌদি প্রবাসী রেজাউল করিম মোবাইল ফোনে আমাকে জানিয়েছেন- আমার ছেলের মরদেহ কিং সাউদ হসপিটালের মর্গে রাখা হয়েছে। সেখানকার কিছু আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে।

দুলালের মৃত্যুর খবর জানার পর তার পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে। এ ঘটনায় তার গ্রামে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। দুলালের মরদেহ দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
ফেমাসনিউজ২৪/প্রতিনিধি/এফএম/এমএম

#####|||||#####সৌদির সড়কে, প্রাণ গেল, বাংলাদেশি যুবকের, দলিলুর রহমান দুলাল, On the Saudi road, died, Bangladeshi youth, Daulilur Rahman Dulal#####|||||#####সৌদি আরবের রিয়াদের বাবুয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক দলিলুর রহমান দুলালের (২৪)। বাংলাদেশ সময় রোববার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।