logo

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ | ১২ আশ্বিন, ১৪২৭

header-ad

আপনাগোর নিয়া হচ্ছে না!

সিফাত বিনতে ওয়াহিদ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৭

নাহ! এই দ্যাশে আর পোষাইতেছে না। কবিতা লিখলে দোষ, ছবি আঁকলে দোষ, হাতে হাত রাখলে দোষ, রাস্তায় বইসা গান গাইলে দোষ, প্রেম করলে দোষ...সবকিছুতেই দোষ আর দোষ!

হীনমন্যতায় ভুগতে থাকা এক গোষ্ঠী চারিদিকে বিচরণ কইরা বেড়াইতেছে। কবিতা কাউরে নিয়া লেখা যাবে না, ক্যা ভাই? আমার কবিতা তো আমার কবিতা, যারে খুশী তারে লইয়া লিখুম, তোমার এত কামড়ায় ক্যা? ভালোবাসলেও সমস্যা! আজব দুনিয়া ভাই। ভালোবাসার চেয়ে সুন্দর কিছু পৃথিবীতে আছে নাকি? দুনিয়ায় এই কিছিমের মানুষ ক্যান বানাইসো খোদা, যার ভালোবাসা দ্যাখলে প্রব্লেম হয়?

যামুগা, আপনারা থাকেন ভাই দ্যাশ, কবিতা, চেতনা বোধ আর সংসার লইয়া। আর বড় জোর এক বছর, তারপর যামুগা। শান্তিতে থাইকেন, ভিন দ্যাশ গিয়া সাদা চামড়াগোর অনুভূতিহীন হৃদয় লইয়া তখন কবিতা লিখুম আর গান বান্ধুম, তবুও আপনাগোর নিয়া না!

(ফেসবুক পোষ্ট থেকে)

ফেমাসনিউজ২৪/আরইউ