logo

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ | ৫ আশ্বিন, ১৪২৭

header-ad
কল্পকথা

ভূমি

সৈয়দ এরশাদুল হক মিলন | আপডেট: ০২ জুন ২০১৪

কইবা না কথা তুমি? কী এমন করছি আমি? খাইছি না হয় একটুখানি মদ। হই নাই তো মাতাল এখনো। মদ খাইলে বুঝি মাতাল হওয়া যায়? মাতাল হইতে লাগে তোমার মতো ভূমি। ভূমি জুড়ে ফুটে ওঠে ঘাসফুলের পদ্য। হলাম না হয় সকাল-সন্ধ্যা একটুখানি মন্দ।

তুমি আমার প্রেমের ভূমি তেপান্তরের পাড়ে। ব্যাঙ্গামা আর ব্যাঙ্গামি যেথা প্রেমের কাব্য করে। সেই কাব্যে তুমি-আমি। তুমি জুড়ে আমার ভূমি। সেথায় প্রেম বসত করে।