logo

মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮ | ৮ কার্তিক, ১৪২৫

header-ad

বেঞ্জিন বেঞ্জয়েট'র একটি কবিতা

ফেমাসনিউজ ডেস্ক | আপডেট: ১৬ অক্টোবর ২০১৭

 

সাইরেন

 

- বেঞ্জিন বেঞ্জয়েট

 

অসুস্থ জননী নির্ঘুম প্রহর,
ক্ষত বিক্ষত তার প্রতিটি শহর।

জেগে জেগে ঘুমায় সকল,
সুস্থ জীবনের করে করে নকল।

উত্তাল সমুদ্র দশ নম্বর সংকেত,
ভর করেছে কাঁধে বিদঘুট প্রেত।

দিকে দিকে ধ্বনিত সতর্ক সাইরেন,
বিভ্রান্ত পথিক ভাঙা কমান্ড চেইন।

রক্তাক্ত সকল বুকের পশম,
নাই তার নাই কোন উপশম।

সচিৎকারে দৃশ্যমান মৃত্যু নিশানা,
চতুর্দিকে ধূর্ত শেয়ালের হানা।

শতাব্দীর স্বপ্ন যায় রসাতল,
ফুলিতেছে সাগর খেলিতেছে জল।

খেলিতেছে ক্ষুধার্ত হায়েনার দল,
ক্ষুধার্ত নয়ন করিতেছে টলমল।

আশু বিষে মিশে যায় স্বপ্ন আশা,
বাঙাল চির কাঙাল ললাট সর্বনাশা।

 <