logo

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ | ৭ চৈত্র, ১৪২৫

header-ad

হিজাবে মেয়েরা বেশি সুন্দর

মালেক আফসারী | আপডেট: ০৭ এপ্রিল ২০১৮

স্ট্যাটাস এ’ও ধর্ষণ হয়। হিজাব নিয়ে একটি পোস্ট করে দেখুন! আদিকালের মানুষ লেংটা ছিল। লেংটার কারণে কামুক ছিল। নজরে পড়লেই ধর্ষণ হতো।

নজর থেকে বাঁচতে মেয়েরা নিজেকে গাছের ছাল ও পাতা দিয়ে ঢাকতে শুরু করল। নিজেকে ঢাকা মানে অন্যের নজরে না পড়া। এ পদ্ধতি কার্যকর হলো। পুরুষদের কামনা কমল।

এরপরই কাপড় আবিষ্কার হলো। পোশাক তৈরি হলো। ধর্ষণ কমে গেল। সমাজ গড়ে উঠল। ভালোর সাথে মন্দ কিছু থেকেই গেল।

পাঁচ বছরের শিশু কেন, কবর থেকে লাশ উঠিয়েও ধর্ষণ হচ্ছে। এই সব খোঁড়া যুক্তি না দেখিয়ে ভালো করে তাকিয়ে দেখুন হিজাবে মেয়েরা বেশি সুন্দর।

(জানি সিনেমার মানুষের মুখে এই সব কথা মানায় না।)

হিজাব

(মালেক আফসারীর ফেসবুক থেকে সংগৃহীত)

ফেমাসনিউজ২৪.কম/আরআই/আরবি